সর্বশেষ :

বাফুফে নির্বাচনে অংশ নিচ্ছেন না কাজী সালাউদ্দিন, জানালেন কারণ


অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১৪, ২০২৪ । ৪:৩৯ অপরাহ্ণ
বাফুফে নির্বাচনে অংশ নিচ্ছেন না কাজী সালাউদ্দিন, জানালেন কারণ
ফাইল ছবি

টানা চারবারের সভাপতি কাজী সালাউদ্দিন আসন্ন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে অংশ নিচ্ছেন না। শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এই সিদ্ধান্তের আনুষ্ঠানিক ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে কাজী সালাউদ্দিন বলেন, ‘২৬ অক্টোবরের নির্বাচনে আমি অংশগ্রহণ করব না। এটি আমার ব্যক্তিগত সিদ্ধান্ত, যা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিচ্ছি।’

তিনি আরও উল্লেখ করেন, ‘কোনো চাপের কারণে নয়, বরং যাতে কোনো বিভ্রান্তি না থাকে সেজন্য আগেভাগেই এই ঘোষণা দিচ্ছি।’

তবে তার ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে, পারিবারিক চাপের কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। যদিও কিছুদিন আগেও তিনি নির্বাচনে অংশগ্রহণের কথা জানিয়েছিলেন। কিন্তু পরিস্থিতি পর্যালোচনা করে শেষমেশ নিজেকে প্রতিদ্বন্দ্বিতার বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

সম্প্রতি “বাংলাদেশ ফুটবল আল্ট্রাস” নামে একটি ফুটবল সমর্থক সংগঠন তার পদত্যাগের দাবি করে।

এর প্রতিক্রিয়ায় সালাউদ্দিন বলেছিলেন, ‘বাংলাদেশ ফুটবল আল্ট্রাসের ফুটবলে কোনো ভূমিকা নেই। আমি ঘোষণা দিয়েছি, ২৬ অক্টোবর বাফুফে নির্বাচন হবে। আমি নির্বাচন করব কিনা, তা তাদের বলার অধিকার নেই। তাদের আমাকে হুমকি দেওয়ার ক্ষমতাও নেই।’


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০