বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক লিয়াকত আলী লাকীকে অভিনয়শিল্পী সংঘের উপদেষ্টা পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম।
তিনি জানান, গত ৫ সেপ্টেম্বর সংঘের কার্যনির্বাহী কমিটির এক সভায় গঠনতন্ত্রের ১৪.১.৪ ধারা মোতাবেক লাকীকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে, অভিনয়শিল্পী সংঘের বিভিন্ন কার্যক্রমের সংস্কারের দাবি জানিয়েছেন কিছু অভিনয়শিল্পী, যারা এ নিয়ে সভা-সমাবেশও করেছেন। এ প্রসঙ্গে আহসান হাবিব নাসিম বলেন, “সংস্কার দাবির বিষয়টি নিয়ে আলোচনা করা হবে এবং আগামী ২৮ সেপ্টেম্বর সাধারণ সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।” উল্লেখ্য, লিয়াকত আলী লাকী এতদিন অভিনয়শিল্পী সংঘের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
ভিসি/এসকে
আপনার মতামত লিখুন :