পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় অবশেষে তার কন্যা ইয়ালিনির মুখ প্রকাশ করেছেন। স্বামী রাজ চক্রবর্তী ও দুই সন্তানকে নিয়ে সুখী সংসার করছেন শুভশ্রী। কিছুদিন আগেই মেয়েকে নিয়ে ফটোশুট করেছিলেন তিনি, তবে সেসময় ইয়ালিনির মুখ প্রকাশ করা হয়নি।
অবশেষে ১১ সেপ্টেম্বর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ইয়ালিনির কয়েকটি ছবি শেয়ার করেছেন শুভশ্রী, যেখানে দেখা যাচ্ছে তার ভাই ইউভানও পাশে দাঁড়িয়ে আছে।
ইয়ালিনির বয়স বর্তমানে দশ মাস। সে ইতোমধ্যেই নিজের পায়ে দাঁড়ানো শিখেছে। আগে শুভশ্রী মেয়ের ছোট্ট মুঠি, পায়ের ছবি বা চুলের ঝুঁটির মতো ছোটখাটো মুহূর্ত শেয়ার করলেও, ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন তার মুখ দেখার জন্য। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটল।
অভিনেত্রী শুভশ্রী ২০১৮ সালের মে মাসে নির্মাতা রাজ চক্রবর্তীকে বিয়ে করেন। ২০২০ সালের ১২ সেপ্টেম্বর তাদের প্রথম সন্তান ইউভান জন্ম নেয়। ২০২৩ সালের ৩০ নভেম্বর কন্যা ইয়ালিনির জন্ম হয়।
অভিনয় জীবনের পাশাপাশি শুভশ্রীর পরবর্তী সিনেমা ‘বাবলি’ মুক্তির অপেক্ষায় রয়েছে, যেখানে তিনি আবীর চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধেছেন। তবে সিনেমাটির মুক্তির আগেই পশ্চিমবঙ্গে আরজি কর-কাণ্ডের প্রতিবাদে রাজপথে নেমেছিলেন শুভশ্রী।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :