আগামী ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে ইতিহাসের সবচেয়ে কঠিন সময় পার করছে ব্রাজিল। ৮ ম্যাচের মধ্যে ৪টিতে হেরে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা পড়েছে বিপাকে। দক্ষিণ আমেরিকার বাছাইপর্বে এমন দুর্বল পারফরম্যান্সের কারণে ভিনিসিয়াস-রদ্রিগোদের বিশ্বকাপ যাত্রা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, ২০০৩ থেকে ২০২২ সালের মধ্যে বিশ্বকাপ বাছাইয়ে ৭১ ম্যাচ খেলে মাত্র ৫টি ম্যাচ হেরেছিল ব্রাজিল। অথচ এবার মাত্র ৮ ম্যাচেই ৪টি হার তাদের অবস্থানকে আরও নড়বড়ে করে দিয়েছে। সর্বশেষ বুধবার (১১ সেপ্টেম্বর) প্যারাগুয়ের বিপক্ষে হারের পর বাছাই তালিকার ৫ম স্থানে রয়েছে ব্রাজিল, ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে।
ব্রাজিলের গণমাধ্যমে দলটির বর্তমান অবস্থা নিয়ে তীব্র সমালোচনা চলছে। দক্ষিণ আমেরিকার বাছাইপর্বের বিচারে এটিকে ব্রাজিলের সবচেয়ে দুর্বল দল হিসেবে দেখা হচ্ছে। এর আগে এমন হতাশাজনক পারফরম্যান্স ২০১০ বিশ্বকাপ বাছাইপর্বেও দেখা গিয়েছিল, যেখানে কার্লোস দুঙ্গার অধীনে ৮ ম্যাচে ১৩ পয়েন্ট সংগ্রহ করেছিল ব্রাজিল।
আগামী অক্টোবর মাসে চিলির বিপক্ষে ব্রাজিলের নবম ম্যাচ রয়েছে, যা দলটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওই ম্যাচে জয় পেলে ব্রাজিলের পয়েন্ট দাঁড়াবে ১৩, কিন্তু তা সত্ত্বেও স্বস্তি পাওয়ার মতো পরিস্থিতি হবে না, কারণ তাদের গোল করার সামর্থ্য নিয়ে সমালোচনা অব্যাহত রয়েছে।
তবে ব্রাজিল ভক্তদের জন্য কিছুটা আশার আলো রয়েছে, কারণ ফিফার নতুন নিয়ম অনুযায়ী কনমেবল অঞ্চল থেকে ৬টি দল সরাসরি বিশ্বকাপে যাবে, আর ৭ম দল আন্তঃমহাদেশীয় প্লে-অফ খেলার সুযোগ পাবে।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :