সর্বশেষ :

‘সোনা পাখি’ হয়ে আসছেন সুরমী রয়


বিনোদন প্রতিবেদক
সেপ্টেম্বর ১১, ২০২৪ । ১২:৪৩ অপরাহ্ণ
‘সোনা পাখি’ হয়ে আসছেন সুরমী রয়

তরুণ প্রজন্মের প্রতিভাবান গায়িকা সুরমী রয়ের নতুন গান ‘সোনা পাখি’ শিগগিরই প্রকাশিত হতে যাচ্ছে। সাজিন সালমানের কথায় এএইচ তূর্যের সুর ও সংগীত আয়োজনে গানটির রেকর্ডিং ও শুটিং সম্পন্ন হয়েছে।

গানটিতে সুরমী রয়ের সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন জেএইচ মুন্না।

গানটি নিয়ে সুরমী রয় বলেন, “গানটির কথা খুবই চমৎকার এবং আমি তা মন থেকে গেয়েছি। আশা করি, শ্রোতাদের ভালো লাগবে।”

“সোনা পাখি” শিরোনামের এই গানটি শিগগিরই এস-মিলোডি মাল্টিমিডিয়ার ব্যানারে প্রকাশ পাবে। বর্তমানে সুরমী রয় স্টেজ শো এবং টিভি শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন।


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০