সর্বশেষ :

সরকারের পতন না হলে আমরা বিপদে পড়তাম: সাদিয়া আয়মানের অভিমত


অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১১, ২০২৪ । ১:১৩ অপরাহ্ণ
সরকারের পতন না হলে আমরা বিপদে পড়তাম: সাদিয়া আয়মানের অভিমত
সংগৃহীত ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে দীর্ঘ সময় বন্ধ ছিল শোবিজ ইন্ডাস্ট্রির কাজ। তবে গত ৫ আগস্ট সরকারের পতনের পর এবং ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের মাধ্যমে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে।

ইন্ডাস্ট্রি এখন পুরনো রূপে ফিরে এসে পুরোদমে শুটিং শুরু করেছে। অন্যান্য শিল্পীদের মতো শুটিংয়ে ফিরেছেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মানও। সম্প্রতি তিনি ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত ‘পুতুল পুতুল খেলা’ নাটকের কাজ শেষ করেছেন।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সাদিয়া জানান, “আন্দোলন ও বন্যার সময় দেশের পরিস্থিতি মোটেও ভালো ছিল না, সে কারণে কাজ বন্ধ ছিল। তবে ফাহমি ভাইয়ের এই নাটকের কাজ শেষ করে ভালো লাগছে, আশা করছি দর্শকরাও পছন্দ করবেন।”

তবে ছাত্র আন্দোলনের সমর্থন করার কারণে সাদিয়া নিজেও চাপে ছিলেন। সেই সময়ে তার রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন তোলা হয়, কিন্তু তিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ চালিয়ে যান। আন্দোলনের সেই কঠিন সময় নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন,

“লেখালেখি করার কারণে জানতে চাওয়া হয়েছিল আমার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড কী। আল্লাহর অশেষ রহমত যে সেই সরকারের পতন হয়েছে। তা না হলে আমি ও আরও অনেকেই বিপদে পড়তাম। মানুষ এখন তাদের চিনতে পেরেছে এবং কিছু শিল্পীর আসল চেহারা সামনে এসেছে।”

সাদিয়া আয়মানের এই সাহসী বক্তব্য তাকে শোবিজের বাইরে আরও বৃহত্তর পরিসরে একজন সোচ্চার ব্যক্তিত্ব হিসেবে তুলে ধরেছে।


ভিসি/এসকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০