দেশের প্রথম মোবাইল ফোন অপারেটর সিটিসেল আবারও ব্যবসায় ফেরার উদ্যোগ নিয়েছে। তাদের মালিকানাধীন প্রতিষ্ঠান প্যাসিফিক বাংলাদেশ টেলিকম গত ১ সেপ্টেম্বর বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) একটি চিঠি পাঠিয়ে বাতিলকৃত অপারেটিং ও রেডিও ইকুইপমেন্ট লাইসেন্স পুনরুদ্ধারের অনুরোধ জানায়।
চিঠিতে প্রতিষ্ঠানটি দাবি করেছে, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে সিটিসেলের তরঙ্গ বন্ধ করা হয়েছিল। তারা সাবেক টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমকে এ ঘটনার জন্য দায়ী করেছে। প্রতিষ্ঠানটি জানায়, তরঙ্গ স্থগিত হওয়ার কারণে তাদের প্রায় ৪ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে এবং সরকার ৪৩০ কোটি টাকা রাজস্ব হারিয়েছে।
প্যাসিফিক টেলিকম আরও জানিয়েছে, তারা লাইসেন্স পুনঃপ্রাপ্তির পর ফাইভজি প্রযুক্তিসহ প্রযুক্তি নিরপেক্ষ লাইসেন্স পেতে চায় এবং রাজস্ব আদায়ের পরে এর জন্য অর্থ পরিশোধ করতে প্রস্তুত।
প্রতিষ্ঠানের রেগুলেটরি ও করপোরেট অ্যাফেয়ার্সের প্রধান নিশাত আলি খান বলেন, বিষয়টি আদালতে বিচারাধীন থাকার পরেও বিটিআরসি লাইসেন্স বাতিল করেছে, যা তিনি ক্ষমতার অপব্যবহার বলে অভিহিত করেন এবং এর প্রতিকার দাবি করেন।
উল্লেখ্য, ২০১৭ সালের ১১ জুন বিটিআরসি সিডিএমএ প্রযুক্তির একমাত্র মোবাইল অপারেটর সিটিসেলের তরঙ্গ বন্ধ করে দেয়।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :