সর্বশেষ :

প্রকাশ পেল আকাশ মাহমুদ ও লিটা’র ‘সাহস দিলে’


বিনোদন প্রতিবেদক
সেপ্টেম্বর ১১, ২০২৪ । ৩:২৭ অপরাহ্ণ
প্রকাশ পেল আকাশ মাহমুদ ও লিটা’র ‘সাহস দিলে’

সম্প্রতি আকাশ ড্রীম মিউজিক ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে আকাশ মাহমুদ ও লিটা সরকারের গাওয়া নতুন মিউজিক ভিডিও ‘সাহস দিলে’। গানটির কথা লিখেছেন আশিক মাহমুদ, সুর ও সঙ্গীতায়োজন করেছেন আকাশ মাহমুদ নিজেই।

মিউজিক ভিডিওতে আকাশ মাহমুদ ও লিটা সরকার মডেল হিসেবে অভিনয় করেছেন, আর পরিচালনা করেছেন আশিক মাহমুদ। তরুণ নৃত্যপরিচালক গৌরব গোগো করেছেন কোরিওগ্রাফি।

গানটি প্রসঙ্গে আকাশ মাহমুদ বলেন, “গানের কথাগুলো খুবই চমৎকার, আর ভিডিওর শুটিং করা হয়েছে ফরিদপুরের বিভিন্ন সুন্দর লোকেশনে। আশা করছি, শ্রোতা-দর্শকদের গানটি ভালো লাগবে।”

কন্ঠশিল্পী লিটা সরকারও গানের প্রশংসা করে বলেন, “আকাশ মাহমুদের সঙ্গে কাজ করতে দারুণ লেগেছে। আশা করছি, শ্রোতা-দর্শকরা গানটি ভালোভাবে গ্রহণ করবেন।”

নির্মাতা আশিক মাহমুদ বলেন, “আকাশ ও লিটার রসায়ন ভিডিওতে চমৎকারভাবে ফুটে উঠেছে। আমরা সবাই আশা করছি, ‘সাহস দিলে’ গানটি শ্রোতাদের মনে স্থান করে নেবে।”


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০