দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ব্যবস্থা ২৪ ঘণ্টা পার হলেও এখনও সচল করা সম্ভব হয়নি। কয়লাভিত্তিক এই বিদ্যুৎকেন্দ্রের তিনটি ইউনিটের উৎপাদন সোমবার সকাল ৯টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। এর আগে থেকেই কেন্দ্রটির বাকি দুই ইউনিটের উৎপাদন বন্ধ ছিল।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী আবুবক্কর ছিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তৃতীয় ইউনিটের অয়েল পাম্প নষ্ট হয়ে যাওয়ায় ইউনিটটি ফের বন্ধ হয়ে যায়, যা মাত্র চার দিন আগে, ৬ সেপ্টেম্বর, দীর্ঘ ৩৬ দিনের বন্ধ অবস্থা থেকে চালু করা হয়েছিল।
প্রকৌশলী আবুবক্কর ছিদ্দিক আরও বলেন, ২০২২ সালের অক্টোবরে তৃতীয় ইউনিটের টারবাইন জেনারেল অয়েল পাম্প নষ্ট হয়েছিল, তবে গতকাল সকালে রিজার্ভ পাম্পও নষ্ট হয়ে যায়। চীনের ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও এখনো সাড়া মেলেনি। পাম্পটি চীন থেকে এসে পৌঁছালেই ইউনিট পুনরায় চালু করা সম্ভব হবে।
উল্লেখ্য, ১ হাজার ৬৩৪ কোটি টাকা ব্যয়ে ২০০৬ সালে চীনের কারিগরি সহায়তায় বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রটি স্থাপন করা হয়। এর মাধ্যমে উত্তরাঞ্চলের বিদ্যুৎ চাহিদা পূরণ এবং শিল্প ও কৃষিখাতে বিদ্যুতের সরবরাহ স্থিতিশীল করার প্রত্যাশা ছিল।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :