সর্বশেষ :

সীমান্ত হত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে কর্তৃপক্ষকে নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার


অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১০, ২০২৪ । ৮:১৭ অপরাহ্ণ
সীমান্ত হত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে কর্তৃপক্ষকে নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

সীমান্তে হত্যাকাণ্ড রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, “বর্ডার কিলিং নিয়ে আলোচনা হয়েছে, ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে, সেই ব্যবস্থা নিতে আদেশ দিয়েছি। আশা করি, ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না।”

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে দুর্গাপূজার আইনশৃঙ্খলা সম্পর্কিত এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

পূজার সময় সীমান্ত পারাপারের সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের দেশ থেকে অনেকে পূজা দেখতে ভারতে যান, আবার ভারত থেকেও অনেকে এখানে আসেন। এ বিষয়ে আমি সবাইকে অনুরোধ করেছি, সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে সুন্দরভাবে পূজার আয়োজন করুন যাতে লোকজনকে অন্য দেশে যেতে না হয়।”

তিনি সীমান্তে সতর্কতার ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান।

উপদেষ্টা আরও বলেন, “আপনাদেরও (সাংবাদিকদের) সহযোগিতা কামনা করছি, যেন সীমান্তে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আর না ঘটে।”

এছাড়া, দুর্গাপূজা উপলক্ষে দেশজুড়ে সার্বিক আইনশৃঙ্খলা কঠোর থাকবে বলে উল্লেখ করেন তিনি। এ বছর দেশব্যাপী ৩২ হাজার ৬৬৬টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে, যার মধ্যে ঢাকার দুই সিটিতে ২০৫টি মণ্ডপ রয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উদযাপনের সময় আজান ও নামাজের সময় বাদ্যযন্ত্র বন্ধ রাখার অনুরোধও জানান।


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০