সর্বশেষ :

সায়েন্সল্যাবে ঢাকা ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, যান চলাচল বন্ধ


অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১০, ২০২৪ । ৩:৩৮ অপরাহ্ণ
সায়েন্সল্যাবে ঢাকা ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, যান চলাচল বন্ধ

রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী ও একজন সাংবাদিক আহত হয়েছেন। সংঘর্ষের কারণে সায়েন্সল্যাব এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে সংঘর্ষের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শীদের মতে, ঢাকা কলেজের শিক্ষার্থী পাভেলকে আইডিয়াল কলেজের কিছু শিক্ষার্থী মারধর করেছে, এমন অভিযোগে ঢাকা কলেজের ছাত্ররা লাঠিসোঁটা নিয়ে সায়েন্সল্যাবে অবস্থান নেন এবং পরে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।

নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার তারিক লতিফ সামী জানান, সংঘর্ষের সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি, তবে সংঘর্ষ থামাতে পুলিশ কাজ করছে।

ঘটনাস্থল থেকে লাইভ সম্প্রচারের সময় শিক্ষার্থীদের ছোঁড়া ইটের আঘাতে ঢাকা ট্রিবিউনের সাংবাদিক ফারদিন আলম গুরুতর আহত হন।


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০