সর্বশেষ :

সাদুল্লাপুর হাসপাতালে দুর্নীতিগ্রস্ত কর্মচারীর পুনঃযোগদান, প্রতিবাদে ছাত্র ও সুশীল সমাজ


মোজাহিদুল, সাদুল্লাপুর
সেপ্টেম্বর ১০, ২০২৪ । ৫:০০ অপরাহ্ণ
সাদুল্লাপুর হাসপাতালে দুর্নীতিগ্রস্ত কর্মচারীর পুনঃযোগদান, প্রতিবাদে ছাত্র ও সুশীল সমাজ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রশাসনিক প্রধান সহকারি হিসেবে জাহাঙ্গীর আলম সরকারের যোগদানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র ও স্থানীয় সুশীল সমাজের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে তারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহিনুল ইসলামের কাছে একটি লিখিত অভিযোগ জমা দেন।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ২০১১ থেকে ২০২২ সাল পর্যন্ত সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনকালে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠে, যার ফলে তাকে শাস্তিমূলক বদলি করা হয়েছিল। সম্প্রতি তিনি আবার সাদুল্লাপুরে বদলি হয়ে যোগদান করতে এলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে এবং এলাকায় তীব্র অসন্তোষ ও চাঞ্চল্য সৃষ্টি হয়।

স্থানীয় ছাত্র ও সুশীল সমাজের দাবি, তারা জাহাঙ্গীর আলমকে পুনরায় হাসপাতালে দায়িত্ব পালন করতে দিতে চান না, কারণ তার আগের দুর্নীতি ও অনিয়মের কারণে হাসপাতালের সেবায় ক্ষতি হয়েছিল।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহিনুল ইসলাম জানান, তারা অভিযোগ পেয়েছেন এবং তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হয়েছে। তদন্তের পর যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আশ্বাস দেন।


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০