সর্বশেষ :

শেখ হাসিনা সরকার পতনে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই: মার্কিন পররাষ্ট্র দপ্তর


অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১০, ২০২৪ । ১:৪৩ অপরাহ্ণ
শেখ হাসিনা সরকার পতনে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই: মার্কিন পররাষ্ট্র দপ্তর
সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনে কোনো ধরনের সংশ্লিষ্টতা ছিল না বলে সাফ জানিয়ে দিয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি স্পোকসপারসন বেদান্ত প্যাটেল বলেন, বাংলাদেশে সরকারবিরোধী বিক্ষোভে যুক্তরাষ্ট্র কোনোভাবেই জড়িত ছিল না। তবে তারা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে।

স্থানীয় সময় সোমবার (৯ সেপ্টেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে প্যাটেল এ মন্তব্য করেন। ওই সাংবাদিক শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাতে চীনের প্রভাব ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিভিন্ন প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে প্যাটেল বলেন, “দ্ব্যর্থহীনভাবে বলছি, যুক্তরাষ্ট্র এই বিক্ষোভে কোনোভাবেই জড়িত ছিল না।”

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে এবং বিশেষভাবে গণতান্ত্রিক নির্বাচন আয়োজনে সহযোগিতা করতে আগ্রহী। বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণে এই সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।

এছাড়া, ভারতীয় সংবাদমাধ্যমের কিছু প্রতিবেদন মার্কিন যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের সরকারবিরোধী বিক্ষোভে জড়িত থাকার ইঙ্গিত দিয়েছে বলে এক সাংবাদিক প্রশ্ন করেন। এ বিষয়ে প্যাটেল স্পষ্টভাবে বলেন, তিনি এসব প্রতিবেদন দেখেননি, তবে এমন অভিযোগ একেবারেই ভিত্তিহীন।


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০