বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, শেখ হাসিনার অপরাধের সীমা নেই এবং সাহস থাকলে তিনি পালিয়ে যেতেন না।
তিনি মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও আর্থিক সহায়তার চেক হস্তান্তর শেষে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন।
রিজভী আরও বলেন, শেখ হাসিনা চিরস্থায়ীভাবে ক্ষমতা দখল করতে চেয়েছিলেন এবং দেশের সম্পদ লুটেরাদের হাতে তুলে দিয়েছিলেন। যারা তার বিরোধিতা করেছেন, তাদের গুম করে, হত্যার মাধ্যমে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা চালিয়েছেন।
তিনি আরও উল্লেখ করেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হলে গোটা জাতি কৃতদাসে পরিণত হবে। একইসঙ্গে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ড. ইউনূস এবং সাংবাদিকদের জাতির স্বার্থে দৃঢ় ভূমিকা রাখতে আহ্বান জানান।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :