সিলেটের হজরত শাহপরান (রা.)-এর মাজারে ওরস চলাকালে দুর্বৃত্তদের হামলায় অন্তত ৫ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার (৯ সেপ্টেম্বর) গভীর রাতে, যখন মাজারে ওরসের আয়োজন চলছিল।
শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাত ৩টার দিকে একদল দুর্বৃত্ত লাঠিসোঁটা নিয়ে মাজারে হামলা চালায় এবং ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। দুর্বৃত্তদের প্রতিহত করতে গিয়ে পুলিশ এবং স্থানীয় কয়েকজন আহত হন।
কর্তৃপক্ষের মতে, হামলাকারীরা এখনো শনাক্ত হয়নি, তবে তাদের ধরতে পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে। এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।
প্রসঙ্গত, এর আগে মাজার কর্তৃপক্ষ ওরসের সময় গান-বাজনাসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড বন্ধের ঘোষণা দিয়েছিল, যা হামলার পেছনে কোনো সংশ্লিষ্টতা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :