নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় স্ত্রী ও পাঁচ বছর বয়সী কন্যা সন্তানকে হত্যার অভিযোগে পলাতক আসামি মো. নুরুজ্জামান আনিস (৩৬) র্যাবের যৌথ অভিযানে পটুয়াখালীর দুমকি উপজেলার আঙ্গারিয়া এলাকা থেকে গ্রেফতার হয়েছে। ৭ সেপ্টেম্বর ২০২৪ তারিখে রূপগঞ্জের তেতলা এলাকার একটি ভাড়া বাসায় আনিস তার স্ত্রী রোকসানা বেগম (৩০) ও তাদের মেয়ে সন্ধান জান্নাতকে হত্যা করে পালিয়ে যায়।
ঘটনার পর ৯ সেপ্টেম্বর ভুক্তভোগীর পিতা বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন (মামলা নং ১২/৩৬৮)। ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে র্যাব-৮ এবং র্যাব-১১ এর যৌথ অভিযানে নুরুজ্জামানকে দুমকি থানার আঙ্গারিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।
মামলার বিবরণ অনুযায়ী, আনিস ৯ বছর আগে বরগুনার মো. শাহজাহান হাওলাদারের মেয়ে রোকসানাকে বিয়ে করেন। দীর্ঘ দাম্পত্য জীবনে বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে কলহ চলতে থাকে। ৭ সেপ্টেম্বর রাত আনুমানিক ১২:৩০টায় তুচ্ছ বিষয়ে ঝগড়ার এক পর্যায়ে আনিস ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে রোকসানাকে আঘাত করে। তখন ঘুম থেকে উঠে চিৎকার শুরু করলে মেয়ে জান্নাতকেও একই অস্ত্র দিয়ে আঘাত করে।
ঘটনার পর আনিস তার শ্যালককে ফোনে ঘটনা জানিয়ে পালিয়ে যায়। ভুক্তভোগীর পরিবার ঘটনাস্থলে এসে রোকসানাকে মৃত এবং জান্নাতকে রক্তাক্ত অবস্থায় পায়। শিশুটিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করে।
আসামিকে গ্রেফতারের পর র্যাব তাকে দুমকি থানায় হস্তান্তর করেছে।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :