রাজবাড়ীর নবাবগত পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীন জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসক) রেজাউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মুকিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইফতেখারুজ্জামান, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি এ্যাড. খান মোঃ জহুরুল হক, সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল মতিন, রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি লিটন চক্রবর্তী, সাধারণ সম্পাদক সোহেল রানা, রিপোর্টার্স ইউনিটির সভাপতি হেলাল মাহমুদ, সাধারণ সম্পাদক শিহাবুর রহমান সহ রাজবাড়ী জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
নবাবগত পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীন বলেন, রাজবাড়ী জেলা শান্ত রাখার সব কৃতিত্ব এ জেলাবাসীর। পুলিশ সুপার হিসেবে আমার প্রথম দায়িত্ব এ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ব্যক্তি ও জানমালের নিরাপত্বা, পুলিশের প্রতি জনসাধারণের আস্থা ফিরিয়ে আনা। ৫ আগস্টের পর ৩দিন পুলিশের সকল কার্যক্রম বন্ধ ছিল। নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর পুলিশ স্ততফুর্ত ভাবে পালন করছেন। ছাত্র-জনতার রক্তে ভেজা নতুন বাংলাদেশ, সেই স্বাধীনতা রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। ছাত্র-জনতার বিরলতম অভ্যুত্থানের মাধ্যমে নতুন এ দেশকে বৈষম্যহীন, শোষনহীনম কল্যাণময়, মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য কাজ করে যাবো। আপনারা আমাদের পাশে থাকবেন। আমি একজন সাধারণ পরিবারের সন্তান। গ্রাম থেকে উঠে এসেছি। রক্তে মিশে আছে মাটির গন্ধ। তাই প্রজাতন্তের কর্মচারী হিসেবে জণগণের সেবক হিসেবে রাজবাড়ী জেলার মানুষের জন্য কাজ করে যেতে চাই।
সর্বশেষে তিনি সকল শ্রেণী-পেশার মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :