সর্বশেষ :

যৌথবাহিনীর ছয় দিনের অভিযানে ১১১টি অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৫১


অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১০, ২০২৪ । ৮:২৫ অপরাহ্ণ
যৌথবাহিনীর ছয় দিনের অভিযানে ১১১টি অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৫১
সংগৃহীত ছবি

সরকার পতনের পর সারাদেশে ছড়িয়ে পড়া অস্থিরতা ও থানা-ফাঁড়িতে হামলার পর লুট হওয়া অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী অভিযানে নেমেছে। গত ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই অভিযানে ছয় দিনের মধ্যে ১১১টি লুটকৃত এবং অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় ৫১ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদরদপ্তর।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর বলেন, “৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া অভিযানে এখন পর্যন্ত ১১১টি অস্ত্র উদ্ধার হয়েছে।”

উদ্ধার হওয়া অস্ত্রগুলোর মধ্যে রয়েছে ৭টি রিভলবার, ৩০টি পিস্তল, ৯টি রাইফেল, ১৫টি শটগান, ৩টি পাইপগান, ১৬টি শুটারগান, ১৫টি এলজি, ৫টি বন্দুক, ১টি একে-৪৭, ১টি গ্যাসগান, ১টি চাইনিজ রাইফেল, ১টি এয়ারগান, ৩টি এসবিবিএল, ৩টি এসএমজি এবং একটি টিয়ার গ্যাস লঞ্চার।

পুলিশ সদরদপ্তর সূত্রে জানা গেছে, এই অভিযানে যৌথবাহিনীর বিভিন্ন ইউনিট অংশ নিয়েছে। এতে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কোস্টগার্ড এবং র‌্যাব সক্রিয় ভূমিকা পালন করছে।

উল্লেখ্য, ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর সারাদেশে সংঘটিত বিক্ষোভ ও সহিংসতার পর বিভিন্ন থানা ও ফাঁড়িতে হামলা চালিয়ে অস্ত্র লুট করা হয়েছিল। ৩ সেপ্টেম্বর ছিল লুটকৃত অস্ত্র জমা দেওয়ার শেষ দিন, যার পর যৌথবাহিনী এই অভিযান শুরু করে।


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০