সর্বশেষ :

যশোরে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


কল্যাণ, যশোর
সেপ্টেম্বর ১০, ২০২৪ । ৬:৩৯ অপরাহ্ণ
যশোরে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

যশোরের বেনাপোল হতে ৩২৪ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব – ৬ এর একটি আভিযানিক দল।

সোমবার দিবাগত রাতে র‌্যাব – ৬ এর একটি নিয়মিত টহল দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী গ্রামের আলাউদ্দিন’র নিজ বসতবাড়ি হতে ৩২৪ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করেন।

তিনি বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী উত্তরপাড়া গ্রামের মৃতঃ রবিউল ইসলাম’র পুত্র।

গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও তার দেওয়া তথ্যের ভিত্তিতে বসতবাড়ির ভিতরে তৈরিকৃত গোয়ালঘরের ভিতর থেকে বিশেষভাবে রক্ষিত ২টি জালি বস্তায় ৩২৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেন র‌্যাব।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদে তিনি জানান, সীমান্তবর্তী এলাকা হওয়ার সুযোগে তিনি বিভিন্নভাবে অবৈধ পন্থায় মাদককদ্রব্য (ফেনসিডিল) ক্রয় করে যশোরসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ ও বিক্রয় করে থাকেন।

জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে যশোর জেলার বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।

র‌্যাব – ৬, সিপিসি – ৩, যশোর’র ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার ফ্লাঃ লেঃ মোঃ রাসেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি হতে এ তথ্য জানা যায়।


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০