দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর অবশেষে ক্রিকেটে প্রত্যাবর্তন করছেন বাংলাদেশের কিংবদন্তি পেসার মাশরাফী বিন মোর্ত্তজা। যুক্তরাষ্ট্রের ইউএস মাস্টার্স টি-টেন লিগে তিনি আবারও ২২ গজে নামছেন। সবশেষ বিপিএলের মাঝপথে সিলেট স্ট্রাইকার্স দলকে ছেড়ে মাঠ ছাড়ার পর ডিপিএলের কয়েকটি ম্যাচ খেললেও নিয়মিত ছিলেন না তিনি। তবে, ডিসেম্বরে শুরু হতে যাওয়া বিপিএলের আগে এবার মাশরাফীকে দেখা যাবে যুক্তরাষ্ট্রের মাঠে।
আগামী ৮ নভেম্বর ছয় দলের অংশগ্রহণে শুরু হবে এই টি-টেন লিগ, যার ফাইনাল অনুষ্ঠিত হবে ১৭ নভেম্বর। সোমবার অনুষ্ঠিত প্লেয়ার্স ড্রাফটে মাশরাফীসহ একঝাঁক বাংলাদেশি ক্রিকেটার দল পেয়েছেন। মাশরাফী ড্রেটয়িট ফ্যালকনসে খেলার সুযোগ পেয়েছেন, যেখানে তার সঙ্গে থাকছেন এনামুল হক জুনিয়র, আরিফুল হক এবং তার পুরনো বোলিং পার্টনার সৈয়দ রাসেল। এছাড়া, সরাসরি চুক্তিতে এই দলে যোগ দিয়েছেন আব্দুর রাজ্জাক।
এছাড়াও, অন্যান্য বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে আল-আমিন হোসেন খেলবেন শিকাগো প্লেয়ার্সের হয়ে। আটলান্টা রাইডার্স দলে স্থান পেয়েছেন ইলিয়াস সানি, আরাফাত সানি এবং কামরুল ইসলাম রাব্বি। অনেকদিন ধরে জাতীয় দলের বাইরে থাকা সৈয়দ রাসেল ও ইলিয়াস সানির মতো খেলোয়াড়রাও এই লিগের মাধ্যমে মাঠে ফিরবেন।
বাংলাদেশের পাশাপাশি বিশ্ব ক্রিকেটের বেশ কিছু তারকাও এই লিগে অংশ নিচ্ছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মোহাম্মদ হাফিজ, ইমরান তাহির, মার্টিন গাপটিল, সুরেশ রায়না এবং হরভজন সিং।
ভিসি/এসকে
আপনার মতামত লিখুন :