সর্বশেষ :

মাধ্যমিকের বার্ষিক পরীক্ষার নতুন সিলেবাস ও প্রশ্নকাঠামো চূড়ান্ত


অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১০, ২০২৪ । ৬:০৭ অপরাহ্ণ
মাধ্যমিকের বার্ষিক পরীক্ষার নতুন সিলেবাস ও প্রশ্নকাঠামো চূড়ান্ত
সংগৃহীত ছবি

চলতি বছর ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বার্ষিক পরীক্ষার সিলেবাস ও প্রশ্নকাঠামো প্রস্তুত করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। অভিভাবকদের দাবির পরিপ্রেক্ষিতে নতুন কারিকুলাম বাতিল করে আগের শিক্ষাক্রম অনুযায়ী এই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পাঠ্যবই থাকবে নতুন কারিকুলামেরই।

এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক এ কে এম রিয়াজুল হাসান মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) জানান, চলতি বছরের বার্ষিক পরীক্ষার জন্য সংশোধিত সিলেবাস এবং প্রশ্নকাঠামো শিক্ষা মন্ত্রণালয়ে মতামতের জন্য পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের মতামত পাওয়ার পর দু-একদিনের মধ্যেই এটি প্রকাশ করা হবে।

তিনি আরও বলেন, নতুন শিক্ষাক্রমে অভিজ্ঞতানির্ভর শিক্ষা বাস্তবায়িত হচ্ছিল, কিন্তু শিক্ষামন্ত্রণালয় আগের শিক্ষাক্রমে ফিরে গিয়ে বার্ষিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। ২০১২ সালের শিক্ষাক্রমের আদলে ছোট প্রশ্ন ও বড় প্রশ্নের সমন্বয়ে প্রশ্নকাঠামো প্রস্তুত করা হয়েছে।

এনসিটিবি চেয়ারম্যান জানান, শিক্ষক ও কারিকুলাম বিশেষজ্ঞদের সাথে সেমিনার করে এই সিলেবাস ও প্রশ্নকাঠামোর খসড়া চূড়ান্ত করা হয়েছে। শিগগিরই সিলেবাস ও প্রশ্নকাঠামো প্রকাশ করে তা দেশের সকল মাধ্যমিক বিদ্যালয়ে পাঠানো হবে।


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০