মার্কিন যুক্তরাষ্ট্র শিগগিরই শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বৈঠকের পরিকল্পনা হাতে নিয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহে এ বৈঠক অনুষ্ঠিত হবে। মূলত দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেই এই বৈঠকের আয়োজন করা হচ্ছে।
ব্রিটিশ প্রভাবশালী সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার শপথ নেওয়ার পর এই প্রথমবারের মতো দুই দেশের প্রতিনিধিদের মধ্যে সংলাপের পরিকল্পনা করা হয়েছে। আগামী ১৪ ও ১৫ সেপ্টেম্বর ঢাকায় এই উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক অর্থনৈতিক সংলাপ অনুষ্ঠিত হবে। ধারণা করা হচ্ছে, সংলাপে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সঙ্গে ড. মুহাম্মদ ইউনূস ও অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, মার্কিন প্রতিনিধিদলে যুক্তরাষ্ট্রের অর্থ, পররাষ্ট্র ও বাণিজ্য দপ্তর এবং ইউএসএইডের কর্মকর্তারা অংশ নেবেন। এই বৈঠকে বাংলাদেশের আর্থিক ও মুদ্রানীতির পাশাপাশি আর্থিক খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা হবে।
মার্কিন রাজস্ব ও অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়নবিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান বলেন, “যুক্তরাষ্ট্র বিশ্বাস করে যে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে বাংলাদেশ অর্থনৈতিক দুর্বলতা মোকাবিলা করতে পারবে এবং নিরবচ্ছিন্ন প্রবৃদ্ধি ও উন্নয়ন নিশ্চিত করতে একটি শক্তিশালী ভিত্তি তৈরি করবে।” তিনি আরও জানান, আইএমএফ এবং অন্যান্য আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সুদৃঢ় করতে মার্কিন সমর্থন বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
ফিন্যান্সিয়াল টাইমস জানায়, ঢাকায় অনুষ্ঠিতব্য এই সংলাপে বাংলাদেশের আর্থিক এবং মুদ্রানীতির পাশাপাশি আর্থিক খাতের বর্তমান পরিস্থিতি নিয়েও আলোচনা হবে। এছাড়া সফরকালে মার্কিন প্রতিনিধিরা বাংলাদেশের বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গেও সাক্ষাৎ করবেন।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :