সাম্প্রতিক বন্যায় দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের ১১টি জেলায় মোট ২ হাজার ৭৯৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে এই বিদ্যালয়গুলোর সংস্কারের জন্য প্রয়োজন প্রায় ৩৩ কোটি টাকা।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সভায় এ তথ্য জানানো হয়। সভাটি অনুষ্ঠিত হয় প্রাথমিক শিক্ষা সেক্টরে বন্যার প্রভাব ও করণীয় নির্ধারণের জন্য।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্যানুসারে, ক্ষতিগ্রস্ত বিদ্যালয়গুলোর মধ্যে নোয়াখালীর ৭৬৩টি, লক্ষ্মীপুরের ৫০১টি, ফেনীর ৫৫০টি, কুমিল্লার ৫২৩টি, চট্টগ্রামের ১৬৪টি এবং অন্যান্য জেলাগুলোতে ছোট পরিসরে বিদ্যালয়গুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি বিভিন্ন জেলায় আউট অব স্কুল চিলড্রেন শিক্ষা কার্যক্রমের ৯৪৬টি শিখন কেন্দ্রও ক্ষতিগ্রস্ত হয়েছে।
সভায় জানানো হয়, ফেনী, চট্টগ্রাম, কুমিল্লা এবং মৌলভীবাজারের প্রায় ১ লাখ ১৫ হাজার ৮২৩টি পাঠ্যপুস্তক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ২৮ হাজার ৭৩৬টি বই ইতোমধ্যে সমন্বয় করা হয়েছে এবং বাকি বইগুলো দ্রুত সমন্বয়ের কাজ চলছে।
এদিকে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পোশাক ও ব্যাগের তালিকা ১৫ সেপ্টেম্বরের মধ্যে মন্ত্রণালয়ে জমা দিতে বলা হয়েছে। বিদ্যালয়গুলোকে দ্রুত পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য ব্লিচিং পাউডার সংগ্রহসহ অন্যান্য প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে নির্দেশ দেওয়া হয়েছে।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :