হঠাৎ অতিথি চলে এলে দ্রুত খাবার পরিবেশন করতে গিয়ে ফ্রিজ খুলে দেখতে পারেন, চারদিকে বরফ জমে আছে! এমন পরিস্থিতি যেন না ঘটে, সেজন্য ফ্রিজে অতিরিক্ত বরফ জমা হওয়ার সমস্যা প্রতিরোধের কিছু কার্যকর উপায় জেনে নিন:
১. ফ্রিজের অবস্থান ঠিক রাখুন: ফ্রিজ দেয়ালের সাথে লাগিয়ে রাখবেন না। দেয়াল থেকে অন্তত এক ফুট দূরত্ব রাখুন, যাতে ফ্রিজের কয়েল সহজে ঠাণ্ডা হতে পারে।
২. থার্মোস্টেট পরীক্ষা করুন: ফ্রিজের তাপমাত্রা সঠিক মাত্রায় (শূন্য ডিগ্রি ফারেনহাইট) না থাকলে বরফ জমতে পারে। সঠিক তাপমাত্রা বজায় রাখার জন্য প্রতি সপ্তাহে একবার থার্মোস্টেট চেক করুন। ফ্রিজে থার্মোমিটার না থাকলে তা বসানোর পরামর্শ দেওয়া হয়।
৩. দরজা ভালোভাবে বন্ধ রাখুন: ফ্রিজের দরজা খোলার পর কাজ শেষ হলে অবশ্যই তা ভালোভাবে আটকে রাখুন। খোলা রেখে গেলে বরফ জমা শুরু হতে পারে।
৪. গরম খাবার এড়াতে হবে: গরম খাবার সরাসরি ফ্রিজে রাখলে অতিরিক্ত বরফ জমতে পারে। রান্না করা খাবার আগে ঠাণ্ডা করে তবেই ফ্রিজে রাখুন।
৫. সঠিক স্থানে ফ্রিজ রাখুন: ফ্রিজ কখনোই ওভেন, চুলা বা ওয়াটার হিটারের পাশে রাখবেন না। গরম জায়গায় থাকলে বরফ জমার পরিমাণ বাড়ে।
৬. ফ্রিজ নিয়মিত পরিষ্কার করুন: ফ্রিজের খাবারগুলো মাঝে মধ্যে একবার এদিক-সেদিক সরিয়ে পরিষ্কার করুন।
৭. আবহাওয়ার সাথে মিলিয়ে তাপমাত্রা ঠিক করুন: বাইরের আবহাওয়ার সাথে মিলিয়ে ফ্রিজের তাপমাত্রা সামঞ্জস্য করুন, যাতে অপ্রয়োজনীয় বরফ জমে না।
এই সাধারণ টিপসগুলো মেনে চললে ফ্রিজে বরফ জমার ঝামেলা এড়ানো সম্ভব।
ভিসি/এসকে
আপনার মতামত লিখুন :