সর্বশেষ :

প্রথমবার বিজ্ঞাপনের পরিচালনায় আমিনুল সিকদার


বিনোদন প্রতিবেদক
সেপ্টেম্বর ১০, ২০২৪ । ৪:৩৬ অপরাহ্ণ
প্রথমবার বিজ্ঞাপনের পরিচালনায় আমিনুল সিকদার

জনপ্রিয় নির্মাতা আমিনুল সিকদার, যিনি ২০১৮ সালে ক্রাইম সিরিজ “সতর্ক সংকেত” দিয়ে পরিচালক হিসেবে যাত্রা শুরু করেন, এবার প্রথমবারের মতো বিজ্ঞাপনের নির্মাণে হাত দিয়েছেন।

নাটক, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও মিউজিক ভিডিওর সফল পরিচালনার পর এবার বিজ্ঞাপন পরিচালনার নতুন চ্যালেঞ্জ নিয়ে হাজির হয়েছেন তিনি।

এ প্রসঙ্গে আমিনুল সিকদার বলেন, “মিডিয়ায় এক দশকের বেশি সময় কাজ করছি, তবে এবারই প্রথম বিজ্ঞাপনে কাজ করছি। এটি ভিন্নধর্মী এবং চ্যালেঞ্জিং, কারণ এক ঘণ্টার গল্প ১ মিনিটে বলতে হচ্ছে। কিন্তু কাজটি ভালো লাগছে।”

নির্মাতা আরও জানান, তিনি সবসময় ভালো কাজ করার চেষ্টা করেন এবং কনসেপ্ট তার পছন্দ না হলে কাজ করেন না। “বিজ্ঞাপনের কনসেপ্টটা আমার পছন্দ হয়েছে বলেই কাজটি করেছি। আশা করছি, দর্শকদেরও ভালো লাগবে।”

এই বিজ্ঞাপনে অভিনয় করেছেন শফিকুল ইসলাম কাইজার, শ্রাবনী জান্নাত ও শিশু শিল্পী জান্নাতসহ আরও অনেকে। রাজধানীর মোহাম্মদপুরের বছিলায় বিজ্ঞাপনটির শুটিং হয়েছে এবং বর্তমানে সম্পাদনার কাজ চলছে। এটি সিঙ্গাপুর ভিত্তিক প্রতিষ্ঠান হ্যামার ওয়ার সেফটি শো/জুতার বিজ্ঞাপন।

এছাড়া আমিনুল সিকদার শিগগিরই আরও কিছু খণ্ড নাটক নির্মাণের পরিকল্পনা করছেন।


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০