সর্বশেষ :

নতুন অন্তর্বর্তী সরকারের প্রথম বিজ্ঞাপনে নিরব


অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১০, ২০২৪ । ৩:১৯ অপরাহ্ণ
নতুন অন্তর্বর্তী সরকারের প্রথম বিজ্ঞাপনে নিরব
সংগৃহীত ছবি

বাংলাদেশে ছাত্র-জনতার গণআন্দোলনের চাপে ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন এবং দেশ ত্যাগ করেন। ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। তার নেতৃত্বে বাংলাদেশ নতুন স্বপ্নে এগিয়ে চলেছে।

ইতিমধ্যে উপদেষ্টা কমিটি বিভিন্ন জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে সরকারের প্রথম জনসচেতনতামূলক বিজ্ঞাপনের শুটিং শুরু হয়েছে, যেখানে মডেল হয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক নিরব।

এই বিজ্ঞাপনটি ইউনিসেফের অর্থায়নে এবং তথ্য মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) দ্বারা নির্মিত হচ্ছে, যার পরিচালনায় রয়েছেন মাহবুবা ফেরদৌস। বর্তমানে মানিকগঞ্জে এর শুটিং চলছে।

বিজ্ঞাপন সম্পর্কে নিরব বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা নতুন একটি দেশ পেয়েছি। নতুন এই দেশের প্রথম সরকারি বিজ্ঞাপনের মডেল হতে পারা আমার জন্য আনন্দের।” তিনি আরও জানান, শুটিংয়ে তার সঙ্গে শতাধিক সহশিল্পী কাজ করছেন।

বিজ্ঞাপনটি তাপদাহ থেকে রক্ষা পেতে পানি পানের মতো সচেতনতামূলক বার্তা নিয়ে তৈরি হচ্ছে, যা খুব শিগগিরই প্রচারে আসবে।


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০