আগামী দুর্গাপূজায় মাদরাসার শিক্ষার্থীরা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। তিনি জানান, পূজা উদযাপন কমিটি চাইলে মাদরাসার ছাত্ররা স্বেচ্ছাসেবক হিসেবে পূজার নিরাপত্তা ও ব্যবস্থাপনায় অংশগ্রহণ করতে প্রস্তুত।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে দুর্গাপূজার আইনশৃঙ্খলা সম্পর্কিত এক সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
এসময় আ ফ ম খালিদ হোসেন জানান, দেশের সাম্প্রতিক সংকটময় পরিস্থিতিতে মাদরাসার শিক্ষার্থীরা মন্দির রক্ষা এবং হিন্দু সম্প্রদায়ের পাশে দাঁড়িয়ে যে ভূমিকা রেখেছে, তা প্রশংসনীয়। তাদের সেই সহযোগিতার মনোভাব এবারও দুর্গাপূজায় অব্যাহত থাকবে।
পূজার সময় সার্বিক নিরাপত্তার জন্য আকাশপথে হেলিকপ্টার এবং দশমীর দিন ডুবুরি মোতায়েন থাকবে বলে জানান উপদেষ্টা। এ বছর দুর্গাপূজার জন্য চার কোটি টাকার অনুদান দেওয়া হয়েছে, যা অসচ্ছল মন্দিরগুলোর মধ্যে বিতরণ করা হবে।
সভায় সীমান্তে পূজা দেখতে যাতায়াত নিয়েও আলোচনা হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা অনুরোধ করেন, সীমান্তে উভয় দেশের মানুষকে এপার-ওপারে না গিয়ে স্থানীয় পূজামণ্ডপেই পূজা উদযাপনে অংশ নিতে।
তিনি আরও বলেন, এ বছর সারাদেশে ৩২ হাজার ৬৬৬টি এবং ঢাকার দুই সিটিতে ২০৫টি পূজামণ্ডপে দুর্গাপূজা উদযাপন হবে। দেশের নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা কঠোর অবস্থানে থাকবে।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :