সর্বশেষ :

দর্শকদের মানসম্মত গান উপহার দিতে চাই: রেখা সুফিয়ানা


বিনোদন প্রতিবেদক
সেপ্টেম্বর ১০, ২০২৪ । ১:৫৮ অপরাহ্ণ
দর্শকদের মানসম্মত গান উপহার দিতে চাই: রেখা সুফিয়ানা

তরুণ প্রজন্মের প্রতিভাবান ফোক সংগীতশিল্পী রেখা সুফিয়ানা ছোটবেলা থেকেই গানকে ভালোবেসে লালন করে আসছেন। কোকিল কণ্ঠের মাধুর্য দিয়ে তিনি শ্রোতাদের মন জয় করে এগিয়ে চলেছেন।

তার গানে মানুষের ভালোবাসা সবসময় তার প্রেরণা হিসেবে কাজ করে, আর এই ভালোবাসা নিয়েই তিনি বেঁচে থাকতে চান বলে জানিয়েছেন।

বর্তমানে রেখা টিভি চ্যানেল ও স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এছাড়াও, শিগগিরই তার নতুন কিছু গান আসছে বলে তিনি জানিয়েছেন।

শ্রোতাদের দোয়া ও সমর্থন কামনা করে তিনি বলেন, “আপনাদের ভালোবাসা ও উৎসাহ আমাকে সামনে এগিয়ে যেতে সহায়তা করে। আমার লক্ষ্য সবসময় মানসম্মত গান উপহার দেওয়া।”

রেখা সুফিয়ানা লোকগানকে মাটি ও মায়ের গান হিসেবে অভিহিত করে বলেন, “আমি আত্মা দিয়ে লোকগান গাইতে চেষ্টা করি। দর্শকদের বাংলা গানের প্রতি ভালোবাসা আমাদের কাজকে অনুপ্রাণিত করে।”


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০