সর্বশেষ :

টি-টেন লিগে এনামুল হক যোগ দিলেন ওয়ার্নারের দলে


অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১০, ২০২৪ । ১:৪৩ অপরাহ্ণ
টি-টেন লিগে এনামুল হক যোগ দিলেন ওয়ার্নারের দলে
সংগৃহীত ছবি

বুলাওয়ে ব্রেভসের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন বাংলাদেশের ক্রিকেটার এনামুল হক, যা তাকে ২০২৪ সালের জিম আফ্রো টি-১০ লিগে যোগদানের সুযোগ এনে দিয়েছে। চলতি মৌসুমে এনামুল বাংলাদেশের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে এই টুর্নামেন্টে জায়গা পেয়েছেন। বুলাওয়ে ব্রেভসের আইকন ক্রিকেটার হিসেবে দলে থাকছেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার।

এনামুলকে বিদেশি খেলোয়াড়দের ‘সি’ ক্যাটাগরিতে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। তার দলে থাকা অন্যান্য খেলোয়াড়দের মধ্যে উল্লেখযোগ্য হলো ওয়েস্ট ইন্ডিজের কার্লোস ব্রাফেট এবং শ্রীলঙ্কার আকিলা দনাঞ্জয়ারা। দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক ইংলিশ ক্রিকেটার ওয়াইজ শাহ।

এছাড়া, কিছুদিন আগে বিগ ব্যাশের হোবার্ট হারিকেনসে ডাক পাওয়া লেগ স্পিনার রিশাদ হোসেনও জিম আফ্রো টি-১০ লিগের হারারে বোল্টসে সরাসরি চুক্তিতে যুক্ত হয়েছেন। বিদেশি খেলোয়াড়দের ‘বি’ ক্যাটাগরিতে অবস্থানকারী রিশাদের দলের আইকন ক্রিকেটার নিউজিল্যান্ডের জিমি নিশাম। রিশাদের দলের অন্যান্য খেলোয়াড়দের মধ্যে রয়েছেন শ্রীলঙ্কার দাসুন শানাকা ও শেহান জয়সুরিয়া, স্কটল্যান্ডের জর্জ মুনশি, ওয়েস্ট ইন্ডিজের কেন্নার লুইস, এবং জিম্বাবুয়ের লুক জঙওয়ে, শন উইলিয়ামস ও ব্রেন্ডন মাভুতা।

দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া জিম আফ্রো টি-১০ লিগের এবারের আসর ২১ সেপ্টেম্বর শুরু হবে জিম্বাবুয়ের হারারেতে এবং শেষ হবে ২৯ সেপ্টেম্বর। প্রথম আসরে অংশ নেয় পাঁচটি দল, তবে এবারের টুর্নামেন্টে যুক্ত হয়েছে নতুন একটি দল, নিউইয়র্ক স্ট্রাইকার্স লাগো।


ভিসি/এসকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০