সর্বশেষ :

টালিউডের ‘প্রতীক্ষা’ সিনেমা থেকে সরে দাঁড়ালেন ফারিণ


অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১০, ২০২৪ । ৬:০৯ অপরাহ্ণ
টালিউডের ‘প্রতীক্ষা’ সিনেমা থেকে সরে দাঁড়ালেন ফারিণ
সংগৃহীত ছবি

অভিনেত্রী তাসনিয়া ফারিণ, যিনি বাংলাদেশের গণ্ডি পেরিয়ে ভারতেও অভিনয়ের দক্ষতা ছড়িয়েছেন, টালিউডের ‘প্রতীক্ষা’ সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন। প্রথমবারের মতো টালিউড সুপারস্টার দেবের সঙ্গে জুটি বাঁধার কথা থাকলেও সিনেমাটিতে কাজ করা হচ্ছে না ফারিণের। সোমবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

ফারিণ জানান, বিভিন্ন অনিশ্চয়তার কারণে তিনি সিনেমাটি থেকে সরে এসেছেন। রোববার রাতে প্রযোজক অতনু রায় চৌধুরীর সঙ্গে দীর্ঘ আলাপের পর এই সিদ্ধান্ত নেন। ভিসা সংক্রান্ত জটিলতার কারণে নভেম্বর মাসে নির্ধারিত শুটিং শুরু না হলে দেব এবং মিঠুন চক্রবর্তীর শিডিউল পাওয়া অসম্ভব হবে। এ কারণে তিনি আর এই প্রজেক্টে অংশ নিচ্ছেন না।

এর আগে ফারিণ কলকাতার ‘পাত্রী চাই’ সিনেমায়ও কাজের কথা বলেছিলেন, যা শেষ পর্যন্ত বাতিল হয়ে যায়। পরপর দুটি সিনেমার ক্ষেত্রে এমন ঘটনা কাকতালীয় বলে মন্তব্য করেন ফারিণ। তিনি বলেন, “কিছু করার নেই, সবই ভাগ্যের ওপর নির্ভর করছে।”

তবে কলকাতার অতনু ঘোষের ‘আরও এক পৃথিবী’ সিনেমার মাধ্যমে ফারিণ টালিউডে অভিষেক করেন এবং সেই সিনেমায় সেরা নবাগত অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার বাংলা পুরস্কার অর্জন করেন।


ভিসি/এসকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০