চট্টগ্রাম নগরীর ১৩ থানার অফিসার ইন চার্জ (ওসি) এবং চট্টগ্রাম জেলার ১৭ জন পরিদর্শককে একযোগে বদলি করা হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে পৃথক আদেশের মাধ্যমে তাদের বিভিন্ন ইউনিটে বদলি করা হয়।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার রায়হান উদ্দিন খান।
জানা গেছে, বদলিকৃত ওসিদের মধ্যে কোতোয়ালি থানার এস এম ওবায়দুল হক, আকবরশাহ থানার গোলাম রব্বানী, চকবাজার থানার ওয়ালী উদ্দিন আকবর এবং হালিশহর থানার কায়সার হামিদকে নৌপুলিশে, খুলশী থানার ওসি কবিরুল ইসলাম ও কর্ণফুলী থানার জহির হোসেনকে পিবিআইতে এবং চান্দগাঁও থানার ওসি জাহিদুল কবীর ও পাহাড়তলী থানার ওসি কেপায়েত উল্লাহকে ট্যুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে। পাঁচলাইশ থানার সন্তোষ কুমার চাকমা, সদরঘাট থানার ফেরদৌস জাহান, ডবলমুরিং থানার ফজলুল কাদের পাটোয়ারী, বন্দর থানার মনজুর কাদের মজুমদার এবং ইপিজেড থানার মোহাম্মদ হোসাইনকে সিআইডিতে বদলি করা হয়েছে।
এছাড়া, চট্টগ্রাম জেলায় কর্মরত ১৭ জন পুলিশ পরিদর্শকের মধ্যে পাঁচজনকে পিবিআই, ছয়জনকে সিআইডি, দুজনকে ট্যুরিস্ট পুলিশ এবং বাকি চারজনকে রেলওয়ে রেঞ্জসহ অন্যান্য বিভাগে বদলি করা হয়েছে।
এর আগে, গত ২ সেপ্টেম্বর চট্টগ্রামের ১২ থানার ওসিদের দায়িত্ব থেকে প্রত্যাহার করে তাদের জেলা পুলিশ লাইনে সংযুক্তির আদেশ দেন পুলিশ সুপার রায়হান উদ্দিন খান।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :