দেশের প্রখ্যাত চিত্রশিল্পী ও নাট্যব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর স্কয়ার হাসপাতালের লাইফ সাপোর্টে আছেন। চিকিৎসকরা তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছেন।
হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের ইনচার্জ ডা. অ্যামি তৃষিতা সরেন গণমাধ্যমকে জানান, বর্তমানে তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন এবং এ মুহূর্তে কোনো মন্তব্য করা যাচ্ছে না।
মুস্তাফা মনোয়ারের পরিবার জানিয়েছে, তিনি ফুসফুস ও রক্তে সংক্রমণজনিত সেপটিক শকে ভুগছেন। এছাড়াও নিউমোনিয়া, ডায়াবেটিস, পারকিনসন এবং উচ্চ রক্তচাপের মতো জটিলতাও রয়েছে। চিকিৎসার জন্য তাকে ভারতে নিয়েও যাওয়া হয়েছিল, কিন্তু তেমন উন্নতি হয়নি। ৪ সেপ্টেম্বর তাকে আবার হাসপাতালে ভর্তি করা হয়।
উল্লেখ্য, মুস্তাফা মনোয়ার প্রয়াত কবি গোলাম মোস্তফার ছেলে এবং চারুশিল্পী, নাট্যনির্দেশক ও শিল্প গবেষক হিসেবে খ্যাত। ২০০৪ সালে তিনি একুশে পদকে ভূষিত হন।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :