দক্ষিণী চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া সম্প্রতি এক সাক্ষাৎকারে সন্তান না নেওয়ার কারণ সম্পর্কে কথা বলেছেন।
ব্যক্তিগত জীবনে অভিনেতা বিজয় ভার্মার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িত এই অভিনেত্রী জানান, সন্তানের প্রতি যে যত্ন ও দায়িত্ব একজন মায়ের প্রয়োজন, তা তিনি নিজে দিতে পারবেন না বলে মনে করেন।
তামান্না বলেন, “আমার বাবা-মা আমাকে যেভাবে বড় করেছেন, সেই ধরনের যত্ন আমি আমার সন্তানদের দিতে পারব না। পুরো প্রক্রিয়ার কথা ভাবলেই আমি ভয় পাই। মা হওয়ার দায়িত্ব ও ত্যাগের বিষয়টি আমার পক্ষে সম্ভব নয়।”
সন্তান নেওয়ার প্রক্রিয়াটি তাকে শিউরে উঠায় বলেও মন্তব্য করেন তিনি।
গত বছর বিজয় ভার্মার সঙ্গে তামান্নার প্রেমের গুঞ্জন শুরু হয়। বিভিন্ন অনুষ্ঠানে ও বিমানবন্দরে তাদের একসঙ্গে দেখা যায়। বর্ষবরণের ছুটিতে গোয়ায় তাদের প্রেমের সূত্রপাত বলে শোনা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই এই গুঞ্জন আরও শক্তিশালী হয়। যদিও সম্পর্ক নিয়ে সরাসরি কিছু বলেননি, তামান্নার প্রতিক্রিয়া থেকেই বিজয়ের সঙ্গে তার সম্পর্কের ইঙ্গিত মেলে।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :