সর্বশেষ :

শিল্পীদের প্রধান দায়িত্ব শিল্পচর্চা, রাজনীতি নয়: মম


অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৯, ২০২৪ । ১:২১ অপরাহ্ণ
শিল্পীদের প্রধান দায়িত্ব শিল্পচর্চা, রাজনীতি নয়: মম
সংগৃহীত ছবি

প্রতিভাবান অভিনেত্রী জাকিয়া বারী মম শুধু অভিনয়ে নয়, সমাজের নানা বিষয়েও সক্রিয় ভূমিকা পালন করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে চলমান বন্যায় সহায়তা কার্যক্রমে তার সম্পৃক্ততা দেখা গেছে। সম্প্রতি তিনি শিল্পীদের রাজনীতিতে অংশগ্রহণ নিয়ে নিজের মতামত ব্যক্ত করেছেন।

একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মম বলেন, “একটি রাষ্ট্রে বসবাস করলে নিরপেক্ষ থাকা কঠিন। কোনো না কোনো পক্ষের প্রতি সমর্থন থাকেই, তবে তা যেন অন্ধভাবে না হয়। রাজনীতিতে শিল্পীরা যদি অন্ধ হয়ে যান, তাহলে তারা জনগণকে পথ দেখাবেন কীভাবে?”

তিনি আরও বলেন, “শিল্পীদের মূল কাজ হচ্ছে শিল্পচর্চা। সক্রিয় রাজনীতি তাদের কাজ নয়। যদি তারা রাজনীতিতে জড়িয়ে পড়েন, তাহলে শিল্পের চর্চা ক্ষতিগ্রস্ত হবে। সুবিধাবাদী সংস্কৃতির কারণে ন্যায়-অন্যায়ের পার্থক্য বোঝার ক্ষমতাও ক্ষুণ্ণ হতে পারে।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রসঙ্গে মম বলেন, “শিক্ষার্থীদের দাবি ন্যায্য ছিল। আমি সব সময় সত্য ও ন্যায়ের পক্ষে থেকেছি, তাই এই আন্দোলনে তাদের পাশে দাঁড়িয়েছি। নতুন বাংলাদেশ গড়তে আমাদের সবাইকে একত্রে কাজ করতে হবে।”

অভিনয়শিল্পী সংঘ থেকে অব্যাহতি নেওয়ার প্রসঙ্গে মম বলেন, “এটি আমার ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল। এখানে থাকা আমার জন্য আর মানে রাখছিল না, তাই অব্যাহতি নিয়েছি। তবে সংগঠনের কারও সঙ্গে আমার কোনো খারাপ সম্পর্ক নেই, এখনও সবার সঙ্গে সুসম্পর্ক বজায় আছে।”

তিনি আরও বলেন, “শিল্পীরা জাতির সম্পদ। তাদের সবাই ভালোবাসে, তাই তাদের পথচলা উচিত সচেতনতার সঙ্গে, অন্ধভাবে নয়।”


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০