প্রখ্যাত অভিনেত্রী ও সামাজিক কর্মী জাকিয়া বারী মম আবারও আলোচনায় এসেছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক আন্দোলন এবং নানা ধরনের সমাজসেবামূলক কাজে সক্রিয় থাকা মম সম্প্রতি শিল্পী ও রাজনীতির সম্পর্ক নিয়ে মন্তব্য করেছেন।
একটি গণমাধ্যমের সাথে সাক্ষাৎকারে, মম বলেন, “একটি রাষ্ট্রে বসবাস করলে রাজনৈতিক পক্ষপাতিত্ব স্বাভাবিক বিষয়, কিন্তু সেটা যেন অন্ধবিশ্বাস না হয়। রাজনীতির কারণে শিল্পীরা যদি অন্ধ হয়ে যান, তবে তারা সমাজকে সঠিক পথে নির্দেশ দিতে পারবেন না।”
তিনি মনে করেন, শিল্পীদের মূল কাজ হলো শিল্পচর্চা করা এবং এটি যে রাজনীতির শাখায় প্রবাহিত হোক তা নয়। মম সতর্ক করে বলেন, “যদি শিল্পীরা রাজনীতিতে সম্পৃক্ত হন, তবে তা শিল্পচর্চার পদ্ধতি এবং মানকে ব্যাহত করতে পারে। রাজনীতির প্রতি অনুরাগ শিল্পীর সৃজনশীলতা ও স্বতন্ত্রতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।”
মম যোগ করেন যে, ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে থাকা এবং সত্যের প্রতি আনুগত্য বজায় রাখা তার মূল উদ্দেশ্য। শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলন ও চলমান বন্যার পরিস্থিতিতে তিনি সক্রিয় ছিলেন এবং এতে তাকে ‘সত্যের সঙ্গী’ হিসেবে দাবি করেছেন।
অভিনয়শিল্পী সংঘ থেকে অব্যাহতির বিষয়ে মম জানান, “আমার মনে হয়েছে এখানে থাকার কোনো প্রাসঙ্গিকতা নেই, তাই আমি নিজস্ব সিদ্ধান্তে সংগঠন থেকে অব্যাহতি নিয়েছি। তবে সংগঠনের অন্য সদস্যদের সাথে আমার সুসম্পর্ক বজায় আছে।”
তিনি আরও বলেন, “প্রত্যেকের মতামত এবং অবস্থান ভিন্ন হতে পারে, কিন্তু অন্ধবিশ্বাস কারো জন্যও ভালো নয়। শিল্পী, কবি, লেখকদের সমাজে বিশেষ স্থান রয়েছে। তাদের কাজ হলো সমাজকে সমৃদ্ধ করা, আর এজন্য তাদের কাজকর্মে স্বচ্ছতা এবং সততা বজায় রাখা উচিত।”
মমের এই বক্তব্য শিল্পী ও রাজনীতির সম্পর্কের একটি নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করেছে, যা সমাজে শিল্পীদের ভূমিকা নিয়ে নতুন করে ভাবার আহ্বান জানাচ্ছে।
ভিসি/এসকে
আপনার মতামত লিখুন :