বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবারও যৌক্তিক সময়ের মধ্যে রাষ্ট্র সংস্কার করে দ্রুত নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
সোমবার (৯ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আহ্বান, কীভাবে রাষ্ট্র সংস্কার করা হবে, তা জনগণের সামনে সুস্পষ্টভাবে তুলে ধরুন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সংস্কার সম্পন্ন করে একটি সুষ্ঠু নির্বাচন দিন, যাতে জনগণ তাদের ক্ষমতা ফিরে পায়।”
মির্জা ফখরুল গণতন্ত্র পুনরুদ্ধারে নারীদের ভূমিকার কথা উল্লেখ করে বলেন, “দেশের স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। জাতীয়তাবাদী মহিলা দল এই সংগ্রামকে আরও বেগবান করবে।”
ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, “ভারতের প্রতিবেশী দেশগুলোর প্রতি প্রভুত্ব করার নীতি তাদের জন্য যেমন ক্ষতিকর, তেমনই এই অঞ্চলের অন্যান্য দেশগুলোর জন্যও শুভ নয়। পারস্পরিক সম্মান ও স্বার্থের ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলা উচিত।”
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :