সর্বশেষ :

ব্যাংক দেউলিয়া হলে যত টাকা ফেরত পাবে গ্রাহক


অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৯, ২০২৪ । ১২:৩০ অপরাহ্ণ
ব্যাংক দেউলিয়া হলে যত টাকা ফেরত পাবে গ্রাহক
সংগৃহীত ছবি

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, কোনো ব্যাংক দেউলিয়া হলে গ্রাহক সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত ফেরত পাবেন। তবে তিনি আশা প্রকাশ করেছেন, দেশের কোনো ব্যাংক যেন দেউলিয়া হওয়ার পরিস্থিতিতে না পড়ে।

রোববার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। ড. মনসুর বলেন, গ্রাহকদের স্বার্থ সুরক্ষিত করতে ডিপোজিটর ইন্সুরেন্সের সীমা বাড়ানো হয়েছে। তবে এর জন্য প্রিমিয়াম বাড়ানো হয়নি।

তিনি আরও উল্লেখ করেন, ব্যাংক খাতে সুশাসন নিশ্চিত করতে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর সহায়তায় টাস্কফোর্স গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়া, এসএমই খাতের ঋণ যেন বড় উদ্যোক্তাদের হাতে না যায়, সে বিষয়েও বাংলাদেশ ব্যাংক বিশেষ মনোযোগ দিচ্ছে।

গভর্নর আরও বলেন, ব্যাংক লুটেরায় অভিযুক্ত এস আলম গোষ্ঠীর সম্পদ ক্রয়ে সতর্ক থাকতে হবে। যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি তাদের সম্পদ কিনতে চায়, তবে তা নিজ দায়িত্বে করতে হবে।


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০