সর্বশেষ :

বকশীগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া ও নবীন বরণ অনুষ্ঠিত


মনিরুজ্জামান, বকশীগঞ্জ
সেপ্টেম্বর ৯, ২০২৪ । ৫:৫৪ অপরাহ্ণ
বকশীগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া ও নবীন বরণ অনুষ্ঠিত

জামালপুরের বকশীগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহতদের সুস্থতা কামনা ও নিহতের স্মরণে এবং আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে জানকিপুর ইসলামিয়া আলিম মাদরাসার উদ্যোগে মাদরাসা মিলনায়তনে দেয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন নিলক্ষিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মমতাজুর রহমান মমতাজ।

সিনিয়র সহকারী শিক্ষক আবিরুজ্জামানের সঞ্চালনায় এবং অত্র মাদরাসার অধ্যক্ষ মওলানা মো. শাহজাহানের সভাপতিত্বে দোয়া মাহফিল ও নবীন বরণ অনুষ্ঠানের আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বাট্টাজোড় কেআরআই কামিল মাদরাসার অধ্যক্ষ সুলতান মাহমুদ, বকশীগঞ্জ ফাজিল মাদরাসার অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, মওলানা সাজ্জাদ হোসাইন, মকবুল হোসেন প্রমুখ।

দোয়া মাহফিলে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহতদের সুস্থতা কামনা ও নিহতদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এছাড়াও আলিম প্রথম বর্ষের ৩৯ জন শিক্ষার্থীকে বরণ করে নেওয়া হয়।


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০