সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নে রাস্তায় দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র ও যুবকরা স্বেচ্ছায় রাস্তা মেরামতের উদ্যোগ নিয়েছেন। রবিবার ও সোমবার দুই দিনব্যাপী সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই কার্যক্রম চলে, যেখানে বন্যায় পাহাড়ি ঢলে ভেঙে যাওয়া এলাকার প্রধান সড়কটি মেরামত করা হয়। এ রাস্তা লক্ষীপুর ইউনিয়নের ৩০ হাজার মানুষের চলাচলের একমাত্র যোগাযোগ মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়।
গত দুই মাস ধরে ওই রাস্তায় একটি গভীর খাদ থাকার কারণে যানবাহন ও পথচারীদের জন্য চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে বারবার আবেদন জানানো হলেও, রাস্তা সংস্কারে কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। এ অবস্থায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ আজাদ মিয়া, নজরুল ইসলাম সাগর, একরামুল হক সাগরসহ আরও অনেক যুবক স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামতের কাজ সম্পন্ন করেন।
আজাদ মিয়া বলেন, “দীর্ঘদিন রাস্তাটি ভাঙা থাকার কারণে সাধারণ মানুষ, শিক্ষার্থী এবং রোগীদের চলাচলে অনেক সমস্যা হচ্ছিল। দুর্ঘটনার ঝুঁকিও ছিল অনেক বেশি। তাই আমরা সবাই মিলে স্বেচ্ছায় এই মেরামত কাজ শুরু করেছি, যাতে এলাকাবাসীর দূর্ভোগ কমে। এখন মানুষ নিরাপদে চলাচল করতে পারবে এবং যানবাহনের চলাচলও সচল হবে।”
সমাজসেবক খলিলুর রহমান বলেন, “এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত মোটরসাইকেল, সিএনজি, এবং ব্যবসায়ীদের মালবাহী গাড়ি চলাচল করে। এলাকাবাসীর এই উদ্যোগে রাস্তাটি পুনরায় ব্যবহার উপযোগী হয়েছে। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ ধরনের ছোটখাটো মেরামত কাজ করা সম্ভব, যা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :