সর্বশেষ :

ছোট ফেনী নদীর ভাঙন প্রতিরোধে সোনাগাজীতে স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণ


আফতাব, ফেনী
সেপ্টেম্বর ৯, ২০২৪ । ৫:০৪ অপরাহ্ণ
ছোট ফেনী নদীর ভাঙন প্রতিরোধে সোনাগাজীতে স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণ

ফেনীর সোনাগাজী ও নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত ছোট ফেনী নদীর উপর নির্মিত মুছাপুর রেগুলেটর ২৬ আগস্ট নদী গর্ভে বিলীন হওয়ার পর থেকে নদীর দুই পাড়ে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। এই ভাঙনের ফলে আশপাশের শত শত ঘরবাড়ি, হাটবাজার, শিক্ষা প্রতিষ্ঠান ও গাছপালা নদীতে বিলীন হয়ে যাচ্ছে।

নদী ভাঙন ঠেকাতে সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের উত্তর চরদরবেশ গ্রামে তালতলি এলাকায় ৭ সেপ্টেম্বর থেকে স্থানীয় বাসিন্দারা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে একটি বাঁধ নির্মাণের কাজ শুরু করেছেন। তারা খুঁটি, জিও ব্যাগ, বাঁশ ও বেড়া ব্যবহার করে ৬০০ ফুট দৈর্ঘ্যের বাঁধ নির্মাণের পরিকল্পনা করেছেন, যার আনুমানিক ব্যয় ১২ লাখ টাকা।

এ কাজের জন্য এরই মধ্যে এলাকার প্রবাসী ও বিভিন্ন স্তরের মানুষের কাছ থেকে প্রায় পাঁচ লক্ষাধিক টাকা সংগ্রহ করা হয়েছে। প্রায় তিন শতাধিক যুবক স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই প্রকল্পে কাজ করছেন, যাতে নদীর ভাঙন প্রতিরোধ করা যায় এবং এলাকাকে আরও ক্ষতির হাত থেকে রক্ষা করা যায়।


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০