বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে কান ধরিয়ে ওঠবস করানো ও মারধরের অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
রোববার (৮ সেপ্টেম্বর) সকালে আদালতে একটি মামলা করার পর এ হামলার ঘটনা ঘটে। হিরো আলমের অভিযোগ, তিনি বগুড়া-৪ আসনে ষড়যন্ত্র করে হারানোর অভিযোগে বিএনপির একটি দল তার ওপর হামলা চালায়। তার বক্তব্য অনুযায়ী, হামলাকারীরা তাকে কান ধরিয়ে ওঠবস করায় এবং পরে কিল-ঘুষি মেরে তাকে শারীরিকভাবে আঘাত করে।
হিরো আলম বলেন, “আমি কখনো তারেক রহমানের বিরুদ্ধে কোনো খারাপ কথা বলিনি, কেউ প্রমাণ দেখাতে পারলে গলায় জুতার মালা পরে শহর ঘুরব। আমরা মনে করেছিলাম ২০২৪ সালে দেশ স্বাধীন হয়েছে, কিন্তু বিএনপির লোকজনের হামলা প্রমাণ করে দিয়েছে দেশ এখনও স্বাধীন হয়নি।”
তিনি আরও বলেন, “আমি হিরো আলম মৃত্যুকে ভয় পাই না, একজন হিরো আলম মরলে শত হিরো আলমের জন্ম হবে। যারা আমার ওপর হামলা করেছে তাদের সবার বিরুদ্ধে আমি মামলা করবো।”
হিরো আলম হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন, “বিএনপির লোকজন এখনই নিজেদের প্রধানমন্ত্রী মনে করছে, তবে তাদের বিরুদ্ধে একদিন বাংলার মাটিতে বিচার হবে।”
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :