সর্বশেষ :

মধুমিতার তীব্র ভিডিও বার্তা: সমাজের কটাক্ষের বিরুদ্ধে প্রতিবাদ


অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৮, ২০২৪ । ৪:২৩ অপরাহ্ণ
মধুমিতার তীব্র ভিডিও বার্তা: সমাজের কটাক্ষের বিরুদ্ধে প্রতিবাদ
সংগৃহীত ছবি

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার আবারও নেটদুনিয়ায় আলোড়ন তুলেছেন। কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় এই অভিনেত্রী প্রায়ই নিজের অনুভূতি প্রকাশ করেন এবং কখনও প্রতিবাদ জানিয়ে ভক্তদের চমকে দেন। তবে ৭ সেপ্টেম্বর তাঁর ভেরিফায়েড ফেসবুকে প্রকাশিত একটি ভিডিও বার্তা নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।

ভিডিওতে মধুমিতা সমাজের কাছে বিস্ফোরক কিছু প্রশ্ন ছুঁড়ে দেন।

তিনি বলেন, “ঠিক কোন কাজটা করা উচিত, বুঝে উঠতে পারছি না। যা-ই করছি, তাতেই সমালোচনা। ইংরেজিতে কথা বললে বলা হয়, বাংলায় কথা বলতে পারি না। বাংলায় বললে অবাঙালি বন্ধুরা অভিযোগ করে, তারা কিছু বুঝতে পারছে না।”

এছাড়াও, পোশাক নিয়েও সমালোচনার শিকার হওয়ার প্রসঙ্গে মধুমিতা বলেন, “শাড়ি পরলে বলা হয়, সারাদিন ছোট পোশাক পরে এখন আবার শাড়ি পরেছে!”

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “যা-ই করি, তা-ই নাটক বলে সমালোচনা করা হয়। পূজা করলে বলা হয়, নাটক করছি। আসলে, আমাদের নারীদের সবসময় কটাক্ষের মুখে পড়তে হয়।”

সবচেয়ে কঠোর ভাষায় তিনি প্রশ্ন তোলেন, “কাল যদি কেউ আমাকে হেনস্থা করে, তাহলে লোকে বলবে, আরে, ও তো ডিভোর্সি, একা থাকে। তাই বলে কি ডিভোর্সি হওয়া মানে আমাকে হেনস্থা করার ছাড়পত্র পাওয়া যাবে?”

ভিডিওর শেষে মধুমিতা স্পষ্টভাবে জানান, তিনি এখন থেকে নিজের পোস্টের কমেন্টস সেকশনের দিকে আর তাকাবেন না। সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি আর সমালোচনায় বিরক্ত এই অভিনেত্রী জানিয়েছেন, তিনি আর এই নেতিবাচক মন্তব্যগুলো নিয়ে ভাববেন না।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০