সর্বশেষ :

ভারত সিরিজের প্রস্তুতিতে মাঠে নেমেছে টাইগাররা


অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৮, ২০২৪ । ৩:২৭ অপরাহ্ণ
ভারত সিরিজের প্রস্তুতিতে মাঠে নেমেছে টাইগাররা
সংগৃহীত ছবি

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে দেশে ফিরলেও, বেশি বিশ্রাম পাননি বাংলাদেশের ক্রিকেটাররা। আগামী ভারত সিরিজের জন্য মুশফিক-লিটনদের নিয়ে অনুশীলনে নেমেছেন টাইগাররা। এর আগেই টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতি শুরু করেছিলেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদসহ এইচপির তরুণ ক্রিকেটাররা।

রোববার (৮ সেপ্টেম্বর) মিরপুরের সেন্টার উইকেটে টেস্ট দলের সদস্যদের অনুশীলন করতে দেখা গেছে। মুমিনুল হক এবং জাকির হাসান ভারতের বিপক্ষে সিরিজে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে মনে করা হচ্ছে। অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিমও ব্যাট হাতে নিজেকে ঝালিয়ে নিয়েছেন। এদিন টেস্ট দলের বেশিরভাগ ক্রিকেটারই অনুশীলনে অংশ নেন।

বাংলাদেশ দলের জন্য বড় স্বস্তির খবর, পেসার শরিফুল ইসলাম চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে চোটের কারণে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেও ভারত সফরে ফিট শরিফুলকেই পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ দল আগামী ১৫ সেপ্টেম্বর ভারত সফরে যাবে। সাকিব আল হাসান সেদিনই দলের সঙ্গে যোগ দেবেন। ভারত সফরে ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে প্রথম টেস্ট দিয়ে সিরিজ শুরু হবে, আর ২৭ সেপ্টেম্বর থেকে কানপুরে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে। এরপর ৬ অক্টোবর থেকে টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে।


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০