আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও পরিবর্তন এসেছে। নতুন বোর্ড সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ, যিনি বোর্ডে আসার পর বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছেন। তার নেতৃত্বে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে বৈঠক চলছে।
শনিবার (৭ সেপ্টেম্বর) বিসিবি সভাপতির সঙ্গে বৈঠক করেন চিত্রনায়ক ইমন। তিনি আসন্ন বিপিএলে চিত্রনায়ক শাকিব খানের প্রতিষ্ঠান “রিমার্ক হারল্যান” ঢাকার ফ্র্যাঞ্চাইজি কিনতে আগ্রহী বলে নিশ্চিত করেন। শাকিব খানের এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে ইমন বৈঠকে অংশ নেন।
ইমন জানান, বিপিএল নিয়ে বিসিবির নিয়ম-কানুন সম্পর্কে আলোচনা হয়েছে এবং দল পাওয়ার ব্যাপারে আশাবাদী। তবে বিসিবির সিদ্ধান্ত অনুযায়ী তারা পরবর্তী পদক্ষেপ নেবেন।
এদিকে শাকিব খানের প্রতিষ্ঠানের শুভেচ্ছা দূত হিসেবে যুক্ত আছেন দেশসেরা ক্রিকেট তারকা সাকিব আল হাসান। এতে গুঞ্জন উঠেছে যে, সাকিব এই নতুন ফ্র্যাঞ্চাইজিতে নাম লেখাতে পারেন। তবে এটি বাস্তবে সম্ভব নয়, কারণ সাকিবের রংপুর রাইডার্সের সঙ্গে ২০২৪ সাল পর্যন্ত চুক্তি রয়েছে।
সাকিবের বিষয়ে ইমন বলেন, দল পাওয়ার পরই তারা ক্রিকেটারদের নাম নিশ্চিত করতে পারবেন, তবে সাকিবের বর্তমান কন্ট্রাক্ট থাকায় তার নতুন ফ্র্যাঞ্চাইজিতে খেলার সম্ভাবনা কম।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :