বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন প্রথমবারের মতো মা হয়েছেন। রোববার (৮ সেপ্টেম্বর) মুম্বাইয়ের এইচ এন রিলায়েন্স হাসপাতালে তিনি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন বলে এনডিটিভি জানিয়েছে।
যদিও এখনো পর্যন্ত দীপিকা এবং তাঁর স্বামী, অভিনেতা রণবীর সিং, এই খুশির খবর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেননি। তবে তাদের ঘনিষ্ঠ একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
শনিবার বিকেলে দীপিকাকে তাঁর পরিবারসহ এইচ এন রিলায়েন্স হাসপাতালের সামনে দেখা যায়। পরে তিনি হাসপাতালে ভর্তি হন, তখন থেকেই ভক্তদের মাঝে আনন্দের অপেক্ষা শুরু হয়।
কয়েকদিন আগেই দীপিকা এবং রণবীর একটি বেবি বাম্প ফটোশুট করেছিলেন, যা তাদের ভক্তদের মধ্যে বেশ সাড়া ফেলেছিল। চলতি বছরের ফেব্রুয়ারিতে দীপিকা ইনস্টাগ্রামে তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার খবর শেয়ার করেন। সে সময় তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে সেপ্টেম্বরেই তিনি মা হতে পারেন।
দীপিকা এবং রণবীরের প্রথম দেখা হয়েছিল সঞ্জয় লীলা বানসালির রোমান্টিক সিনেমা ‘গোলিও কি রাসলীলা রামলীলা’র সেটে। পরে তাঁরা একসঙ্গে ‘বাজিরাও মাস্তানি’ এবং ‘পদ্মাবত’ সিনেমায় কাজ করেন, যেখানে তাঁদের প্রেমের গল্পের সূত্রপাত ঘটে, যা শেষে পরিণয়েই রূপ নেয়।
দীপিকা সর্বশেষ অভিনয় করেছেন ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমায়। অন্তঃসত্ত্বা অবস্থাতেই তিনি এই সিনেমার শুটিং করেছেন, যেখানে তিনি একজন অন্তঃসত্ত্বা নারীর চরিত্রে অভিনয় করেছেন। দীপাবলিতে তাঁর পরবর্তী সিনেমা ‘সিংহম এগেইন’ মুক্তি পেতে চলেছে, যেখানে রণবীর সিংকেও দেখা যাবে।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :