সর্বশেষ :

জনগণের সরকার না আসা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে: তারেক রহমান


অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৮, ২০২৪ । ৯:০০ অপরাহ্ণ
জনগণের সরকার না আসা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে: তারেক রহমান
সংগৃহীত ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, দেশের জনগণের অধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য বিএনপির আন্দোলন চলমান থাকবে।

তিনি বলেন, “স্বৈরাচারের পতন ঘটলেও ষড়যন্ত্র এখনো থামেনি। জাতীয়তাবাদী শক্তির সহযোগিতায় এই ষড়যন্ত্র মোকাবিলা করে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে।”

রোববার (৮ সেপ্টেম্বর) সাতক্ষীরা জেলার কলারোয়া হাইস্কুল মাঠে আয়োজিত এক জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কলারোয়া উপজেলা ও পৌর বিএনপির এই জনসভায় সভাপতিত্ব করেন সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবীব।

তারেক রহমান বলেন, কিছু রাজনৈতিক দল দেশের স্বার্থের বিপরীতে অবস্থান নিয়েছে এবং বিদেশি ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়েছে। দেশের গণতন্ত্র যারা বাধাগ্রস্ত করতে চায়, তাদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। “দুই যুগ ধরে এই আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারকে উৎখাত করা হয়েছে, কিন্তু মানুষের প্রকৃত ভোটাধিকার ফিরে না আসা পর্যন্ত আন্দোলন থামবে না।”

তিনি আরও বলেন, “বিএনপি উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি করে। দেশের প্রতিটি অঞ্চলের সম্ভাবনা কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। জনগণের সরকারই একমাত্র জনগণের কথা ভাবে এবং তাদের অধিকার প্রতিষ্ঠা করে।”

সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতারা, যেমন আজিজুল বারী হেলাল, আব্দুল খালেক, জয়ন্ত কুমার কুন্ডু, এবং সাতক্ষীরা জেলা বিএনপির নেতৃবৃন্দ।


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০