চকলেট, এমন একটি খাবার যা প্রায় সবারই প্রিয়। জন্মদিন কিংবা বিবাহবার্ষিকীসহ নানা অনুষ্ঠানে চকলেটের নানা আয়োজন দেখা যায়। তবে, কেন না এবার নিজের হাতে ঘরেই তৈরি করা যায় মজাদার চকলেট কেক পপস? এই সহজ রেসিপি আপনাকে দিবে এক নতুন স্বাদের অভিজ্ঞতা।
চকলেট কেক পপস তৈরি করতে খুব বেশি উপকরণ লাগবে না। প্রয়োজনীয় উপকরণ গুলো হলো:
প্রস্তুত প্রণালী:
১. প্রথমে চকলেট কেকের স্লাইসগুলো হাতে ভালো করে গুঁড়া করে নিন। এতে জ্যাম ও কনডেন্স মিল্ক মিশিয়ে ভালোভাবে মেশান।
২. এই মিশ্রণ থেকে ছোট ছোট বল তৈরি করুন, দুই হাতের সাহায্যে।
৩. প্রতিটি বলের মধ্যে ললিপপ স্টিক গলান, তারপর সেটি গলানো চকলেটে ডুবিয়ে নিন।
৪. এবার একটি পাত্রে ডার্ক চকলেট গলিয়ে কেক বলগুলো তাতে ডুবান এবং উপরে স্প্রিংকেলস ছড়িয়ে দিন। তারপর এগুলো ফ্রিজে রেখে ভালোভাবে জমিয়ে নিন।
ফ্রিজ থেকে বের করে পরিবেশন করুন সুস্বাদু চকলেট কেক পপস, যা আপনার পরিবারের এবং অতিথিদের মন কেড়ে নেবে। এই সহজ রেসিপি দিয়ে আপনি যেকোনো বিশেষ উপলক্ষে মজাদার স্বাদ যোগ করতে পারেন।
ভিসি/এসকে
আপনার মতামত লিখুন :