সর্বশেষ :

আহ্ছানউল্লার নতুন উপাচার্য প্রফেসর ড. মো. আশরাফুল হক


অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৮, ২০২৪ । ৫:২৭ অপরাহ্ণ
আহ্ছানউল্লার নতুন উপাচার্য প্রফেসর ড. মো. আশরাফুল হক
সংগৃহীত ছবি

আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে যোগ দিয়েছেন প্রফেসর ড. মো. আশরাফুল হক। বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতির অনুমোদন এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের সুপারিশের ভিত্তিতে তিনি এই পদে নিযুক্ত হয়েছেন। গত ৫ সেপ্টেম্বর, বৃহস্পতিবার তিনি আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব গ্রহণ করেন।

ড. আশরাফুল হক এর আগে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) প্রো ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার শিক্ষাগত যোগ্যতা অত্যন্ত সমৃদ্ধ, তিনি কানাডার মেমোরিয়াল ইউনিভার্সিটি অব নিউফান্ডল্যান্ড থেকে এমএসসি ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং বুয়েট থেকে ইলেকট্রনিকস অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে বিএসসি (সম্মান) ডিগ্রি সম্পন্ন করেন।

ড. আশরাফুল হক শিক্ষা জীবনে সব স্তরে প্রথম বিভাগে উত্তীর্ণ হন এবং এসএসসিতে মেধায় ৫ম ও এইচএসসিতে ১ম স্থান অর্জন করেন। তিনি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষক নিয়োগের বোর্ডের বিশেষজ্ঞ সদস্য হিসেবেও কাজ করেছেন। বর্তমানে তিনি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

অধ্যাপক ড. আশরাফুল হক ৪১টি আন্তর্জাতিক জার্নাল এবং ৫৯টি কনফারেন্স প্রসিডিংসসহ মোট ১০০টি গবেষণাপত্র প্রকাশ করেছেন। তার গবেষণার বিশেষ ক্ষেত্র পাওয়ার কনভার্টার, মোটর ড্রাইভে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ এবং নবায়নযোগ্য শক্তিতে পাওয়ার ইলেকট্রনিক্সের ব্যবহার।


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০