বাংলাদেশ ফুটবল দল বর্তমানে দুটি প্রীতি ম্যাচ খেলতে ভুটানে অবস্থান করছে। প্রথম ম্যাচে দুর্দান্ত জয় তুলে নেওয়া লাল-সবুজের দল দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রাখতে চায়। সিরিজ জিততে বাংলাদেশের একটি ড্র-ই যথেষ্ট, তবে ভুটানের সামনে জয় ছাড়া বিকল্প নেই।
রোববার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ দলের লক্ষ্য এই সফরে দুটি ম্যাচ জিতে ফিফা র্যাঙ্কিংয়ে উন্নতি ঘটানো। এর ফলে আগামী মার্চে এশিয়া কাপের তৃতীয় রাউন্ডের বাছাইয়ে বাংলাদেশ তিন নম্বর পটে থাকতে পারবে। প্রথম ম্যাচে জয় পেয়ে সেই লক্ষ্যের অর্ধেক পূরণ হলেও, বাকি কাজটা সম্পন্ন করতে হবে আজকের ম্যাচে।
দলের অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, “ইনশাআল্লাহ আমরা ৩ পয়েন্ট পাব। ভুটান প্রথম ম্যাচে ভালো খেলেছে। তাদের কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড় না থাকলেও যারা খেলেছে, তারা ভালো পারফর্ম করেছে। আমরা যদি ক্লিনশিট ধরে রাখতে পারি, তাহলে আমাদের জন্য সেটা ভালো হবে।”
তবে এই ম্যাচে বাংলাদেশ পাচ্ছে না দলের নিয়মিত ফরোয়ার্ড রাকিব হোসেনকে, যিনি প্রথম ম্যাচে গোড়ালিতে চোট পেয়েছিলেন। জাতীয় দলের সহকারী কোচ হাসান আল মামুন জানান, রাকিবের চোট গুরুতর না হলেও এই ম্যাচে তিনি বিশ্রামে থাকবেন। তার অনুপস্থিতিতে একাদশে কিছু পরিবর্তন আসতে পারে।
কোচ আরও বলেন, “ভুটান এবার ভিন্ন ফরমেশনে খেলেছে, যা আমরা আগেও দেখিনি। তারা ব্যাকলাইনে পাঁচজন নিয়ে খেলেছে, যা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা ছিল। তবে আমরা তাদের খেলার ধরন সম্পর্কে এখন ভালোভাবে অবগত।”
ম্যাচটিতে বাংলাদেশের জয় সিরিজ নিশ্চিত করার পাশাপাশি র্যাঙ্কিংয়ে উন্নতির দিকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :