জাতীয় দলের ক্রিকেটারদের রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে নিজের মত প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
ক্রিকেটারদের রাজনীতিতে যুক্ত হওয়া নতুন কিছু নয়, তবে জাতীয় দলে খেলা চলাকালীন রাজনীতিতে অংশগ্রহণ করা উচিত নয় বলে মন্তব্য করেছেন তিনি। তার মতে, এমন পদক্ষেপ পেশাদারিত্বের অভাব দেখায় এবং স্বার্থের সংঘাতের সৃষ্টি করে।
সম্প্রতি ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্রীড়া উপদেষ্টা বলেন, “অবসরের পর কেউ রাজনীতিতে যুক্ত হতে চাইলে অবশ্যই করতে পারে। তবে খেলা চালিয়ে যাওয়া অবস্থায় রাজনীতি করা ঠিক নয়। আমি এর আগেও এ বিষয়ে কথা বলেছি।”
তিনি আরও বলেন, শুধু রাজনীতি নয়, ক্রিকেটারদের বিজ্ঞাপন এবং ব্যবসায়িক কার্যক্রম সম্পর্কেও বিসিবির সুনির্দিষ্ট নীতিমালা থাকা উচিত। কিছু বিজ্ঞাপন আছে যা আইনের বিরুদ্ধে এবং সমাজের জন্য ক্ষতিকর।
তিনি বলেন, “ভারতের কিছু ক্রিকেটারের নাম বেটিং ব্যবসায় (এন্ডোর্সমেন্ট) এসেছে, বাংলাদেশেরও কিছু ক্রিকেটারের নাম এসেছে। এজন্য আমি মনে করি, বিসিবির একটি নীতিমালা তৈরি করা উচিত, যাতে এই বিষয়গুলো সুষ্ঠুভাবে নিয়ন্ত্রিত হয়।”
উপদেষ্টার মতে, ক্রীড়াবিদদের জন্য সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করলে এসব সমস্যা সমাধান করা সম্ভব।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :